বয়সটাই কি এবার কাল হতে বসেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির জন্য? ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে দেশটির ফুটবল নতুন করে দেখতে শুরু করে আশার আলো। প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিও মিলেছে মার্কিন মুলুক্কে ফুটবল নিয়ে। মেসির যোগদানে জনপ্রিয়তা পেয়েছে এমএলএস। বদলে যাচ্ছে দেশটির ফুটবলের চিত্র।
তবে, সেই লিওনেল মেসিই নাকি দলটার খারাপ ফলাফলের পেছনে রাখছেন বড় ভূমিকা। এমন কথায় চোখ চড়কগাছ হবে যে কারও। কিন্তু, ফুটবল বিশ্লেষকরা বলছেন এমনটাই। চলতি মৌসুমের শুরু থেকেই ব্যাডপ্যাচের মধ্য দিয়ে যাচ্ছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পরই শঙ্কা জাগে ছিটকে যাওয়ার। ফিরতি লেগে ঘরের মাঠে প্রত্যাবর্তনের আশায় থাকলেও একেবারেই নিষ্প্রভ ছিলেন দলের সবচেয়ে বড় তারকারা। মেসি, সুয়ারেজ, বুসকেটস, আলবাদের দিকে তাকিয়ে ছিল পুরো বিশ্ব। কিন্তু, প্রত্যাশা পূরণে ব্যর্থ তারা। এরপরই শুরু নানা সমালোচনার।
মেসি, সুয়ারেজ, বুসকেটসদের মতো তারকাদের এমন পারফরম্যান্সে হতাশ ভক্তরা। ভ্যানকুভারের মতো দলের কাছে হারের কারণ খুঁজতে শুরু করেছে ফুটবল বোদ্ধারা। ইন্টার মায়ামির এমন করুণ দশার কারণ হিসেবে মেসি, সুয়ারেজদেরই দায়ী করছেন বিশ্লেষকরা। এ যেন সর্ষের মধ্যেই ভূত। মেসি-বুসকেটস-সুয়ারেজে ভর করে ম্যাচের পর ম্যাচ জিতেছে বার্সেলোনা। সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় তাদেরকেই কনকাকাফ থেকে ছিটকে যাওয়ার জন্য দায়ী করছেন ফক্স স্পোর্টসের বিশ্লেষক ও সাবেক প্রিমিয়ার লিগ তারকা ওয়ারেন বার্টন।
আরও পড়ুন: ঘরের মাঠে হেরে বিদায় মেসির মায়ামির
বয়সের ভারেই নাকি পারফরম্যান্সে ধার হারিয়েছেন মেসি, সুয়ারেজ, বুসকেটস আর আলবা। তারা বয়সের ভারে এখন আর দৌড়াতে পারেন না বলেও কটাক্ষ করেছেন এই ফুটবল বিশ্লেষক। মায়ামিতে কোনো ভারসাম্য নেই বলেও মন্তব্য করেন ফক্স স্পোর্টসের বিশ্লেষক ও সাবেক প্রিমিয়ার লিগ তারকা ওয়ারেন বার্টন।
তিনি বলেন, ‘ভ্যানকুভার ইন্টার মায়ামির দুর্বলতা দেখিয়ে দিয়েছে। কারণ মায়ামির ফুটবলা্ররা দৌড়াতে পারেন না। মেসি, সুয়ারেজ, আলবা, বুসকেটসরা তাদের সেরাটা দিতে পারছেন না। তাদের বয়স হয়েছে। মায়ামির ফুটবলাররা ডিফেন্ড করতে পারেন না। দলে কোনো ভারসাম্য নেই। কারণ পাঁচজন সামনে থেকে যায় এবং অন্য পাঁচজন ডিফেন্ডের চেষ্টা করেন। আর মায়ামির ফুটবলাররা সেটা করতে পারেন না।’
আরও পড়ুন: দ্বিতীয় লেগের আগে বার্সা শিবিরে দুঃসংবাদ
মূলত, মেসি-সুয়ারেজদের চেয়ে দলের তরুণ ফুটবলারদের প্রতি জোর দেয়ার ইঙ্গিত দিচ্ছেন ফুটবল বিশ্লেষকরা।
]]>