মেলায় বই পড়া আর গল্পে ব্যস্ত সোনামণিরা

১৪ ঘন্টা আগে
সাপ্তাহিক ছুটির দিন শনিবার মানেই অমর একুশে বইমেলায় শিশুদের দিন। বেলা ১১টায় মেলাপ্রাঙ্গণ খুলে দেয়ার পর থেকেই বাবা মায়ের হাত ধরে একে একে ভেতরে আসতে থাকে শিশুরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোমলমতিদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে শিশু চত্বর। প্রতি বছরের মত এবারও শিশুপ্রহরে মেলায় আসা শিশুদের জন্য বিশেষ আয়োজনে সেজেছে এই চত্বর।

 

আরও পড়ুন: আহসান মঞ্জিলে চলছে সুফি ফেস্ট, ভিড় বাড়ছে দর্শনার্থীর

 

সকাল থেকে কিডস জোনে আয়োজন করা হয় বাচ্চাদের বিনোদনের আয়োজন। নতুন বইয়ের গন্ধ, ছড়ার ছন্দ আর গল্পের হাতছানিতে মেতে ওঠে শিশুরা।

 

অভিভাবকরা বলছেন, প্রযুক্তির যুগে শিশুদের বইমুখী করতে এমন আয়োজন এক উজ্জ্বল বিকল্প।

]]>
সম্পূর্ণ পড়ুন