টেস্ট স্ট্যাটাসের আড়াই দশক আর প্রায় প্রতিটি আইসিসি ইভেন্টেই যেন টাইগারদের জন্য শিক্ষা সফর। সেই চিরচেনা ব্যাটিং দৈন্যতা পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প। ওসব শুনতে শুনতে সমর্থকরাও ভীষণ ক্লান্ত। ক্রিকেটে কুলীন ভারতের বিপক্ষে জয় না হোক, অন্তত আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিল টাইগার ভক্তরা।
ম্যাচ হারের পাশাপাশি টাইগার একাদশ নির্বাচন কিংবা ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠেছে। আমিরাতের সিমিং কন্ডিশনে যেখানে শামি-হার্শিত রানারা তুলে নিয়েছেন দুই হালি উইকেট সেখানে বাংলার একাদশে ছিলেন না নাহিদ রানা। আবার তিন পেসারকে ব্যবহারেও বুদ্ধিদীপ্ত হতে পেরেছেন কি না নাজমুল শান্ত, উঠেছে সেই প্রশ্নও।
সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজন ভুলগুলো তুলে ধরে বলেন, ‘নাহিদের যে পেস সেটা কিন্তু বিরল। সারা বিশ্বে যদি খুঁজেন এমন র পেস কিন্তু সব দলে নেই। কিন্তু নাহিদকে কেন ওই ম্যাচে নেয়ার চিন্তা করলো না সেটা তো আমি বলতে পারব না। যেরকম উইকেট ছিল, সেখানে আমরা নতুন বলে তানজিম সাকিবকে দিয়ে করাতে পারতাম। চার নম্বরে মিরাজ ব্যাটিং করলো, সেও অভিজ্ঞ, সক্ষমতা আছে। কিন্তু মিরাজ যে কাজটা ছয়-সাতে খুব ভালোভাবে করতে পারে, সেটা চারে পারবে কি না সেটা টিম ম্যানেজমেন্ট-ই ভালো বুঝবে। যার যে পজিশনে সেখানে খেলা উচিত। এত ঘনঘন আমরা সবকিছু পরিবর্তন করে ফেলি, আমার মনে হয় না এটার কোনো দরকার আছে।’
আরও পড়ুন: হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
ক্রুশাল মোমেন্টে সহজ ক্যাচ মিস, হাফ চান্সগুলোকে পূর্ণতা দিতে না পারা, রান আউটের সুযোগ গুলো কাজে না লাগানো। সব মিলিয়ে ফিল্ডিংও যাচ্ছে তাই।
সুজন বলেন, ‘এসব ম্যাচে একটা ক্যাচ, রান আউট চান্স, একটা রান স্টপ করা; এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য ফিল্ডিংটা একদম শতভাগ হতে হবে। এদিকে মনোযোগটা আরও বাড়াতে হবে। যা ফিল্ডিংয়ে দুর্বল তাদেরকে আরও কষ্ট করতে হবে, কাজ করতে হবে।’
সবশেষ ১৩ ইনিংসে মোটে এক ফিফটির দেখা পাওয়া মুশফিককে নিয়েও শঙ্কা আছে টাইগার শিবিরে। তবে সুজনের বিশ্বাস বাকি দুই ম্যাচে ঠিকই রানে ফিরবেন মুশি। তাওহীদ হৃদয়ের ওমন লড়াকু ইনিংসকে বলছেন বাংলার ক্রিকেটের অন্যতম সেরা।
বিসিবির সাবেক এ পরিচালক বলেন, ‘মুশফিক আর রিয়াদ তো আমাদের মেরুদণ্ড। ওরা পারফর্ম না করলে সত্যি কথা আমাদের সমস্যা। আমি এখনো তাদের উপর ভরসা রাখি। মিডল অর্ডারে তারা আমাদের সেরা পারফর্মার।’
আরও পড়ুন: আয়োজক হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইতে যাওয়ায় বিদ্রুপের শিকার পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে বাকি দুই ম্যাচ জয়ের যে সামর্থ্য আছে টাইগারদের তাও মনে করিয়ে দিলেন সুজন। বললেন নিজের প্রতি বিশ্বাসের পাশাপাশি বিকল্প নেই একটা দল হয়ে খেলার।
]]>