মেলবোর্নে সেরা অভিনেতা অভিষেক, ইনস্টাগ্রামে আবেগী বার্তা অমিতাভের

৪ সপ্তাহ আগে
মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতা (পুরুষ) পুরস্কার জিতেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সে সুখবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) ইনস্টাগ্রামে ছেলের একটি ছবি আপলোড করেন অমিতাভ। লেখেন,

পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি। অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।

 

অমিতাভ আরও লেখেন,

সময় লেগেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।

 

আরও পড়ুন: রোনালদোর সাথে পুরনো স্মৃতি প্রকাশ করলেন বিপাশা!

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময়ই সরব থাকতে দেখা যায় কিংবদন্তি অভিনেতা অমিতাভকে। তবে গত কয়েক মাস ধরে ছেলেকে নিয়ে নিয়মিত পোস্ট দিচ্ছেন তিনি।

 

আরও পড়ুন: জাহ্নবীর সঙ্গে মন্দিরে সিদ্ধার্থ, দিলেন বিশেষ বার্তা!

 

প্রসঙ্গত, অভিষেক বচ্চনকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমায়। অন্যদিকে ‘ভেট্টাইয়াঁ’ সিনেমায় শেষ দেখা যায় অমিতাভ বচ্চনকে। বর্তমানে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অভিষেক আর কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) অনুষ্ঠানের সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। 

]]>
সম্পূর্ণ পড়ুন