বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে যশোর শহরের চারখাম্বা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার আলমগীর হোসেনের ছেলে।
আরিফের সহকর্মী জাফর আলী জানান, তারা চারখাম্বা মোড় এলাকার জনি কাবাব নামে একটি প্রতিষ্ঠানের এসি মেরামত করত যান। আরিফ প্রাচীরের উপর দাঁড়িয়ে এসির আউটডোর পরিস্কার করছিলেন। এ সময় পা পিছলে গেলে সে আউটডোর ধরার চেষ্টা করতে গিয়ে বিদ্যুতের তার ধরে ফেলে। এতে তার ছিড়ে বিদ্যুতায়িত হয়। পরে আরিফকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: অযৌক্তিক পৌরকর বৃদ্ধির প্রতিবাদে যশোর পৌরসভা ঘেরাও, বিক্ষোভ
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।