মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ১৩ রানের মাথায় ওপেনার মাদুশকার উইকেট হারায় স্বাগতিকরা। শান্ত’র ক্যাচ বানিয়ে এই ওপেনারকে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব।
দ্বিতীয় উইকেট জুটিতে নিশাঙ্কার সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন মেন্ডিস। নিশাঙ্কাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তানভীর। এরপর তৃতীয় উইকেট জুটিতে কামিন্দু মেন্ডিসের সঙ্গেও জুটি বড় করতে পারেননি কুশাল।
আরও পড়ুন: শুধু টাকার জন্য কেউ ক্রিকেট খেলে না: রনি
১০০ রান করতেই টপ-অর্ডারের তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন কুশাল মেন্ডিস। এক পর্যায়ে তুলে নেন হাফ-সেঞ্চুরি।
চতুর্থ উইকেট জুটিতে আসালাঙ্কাকে নিয়ে এগোচ্ছেন কুশাল। এখন পর্যন্ত লঙ্কানদের তিন উইকেটের মধ্যে দুটিই নিয়েছেন তানভীর। একটি নিয়েছেন মিরাজ।
আরও পড়ুন: বাংলাদেশ সফরে পাকিস্তান দলে নেই বাবর-শাহিন
এদিকে ২০১৩ এবং ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার সুযোগ এসেছে নতুন ইতিহাস লেখার। সেই ইতিহাস করতে হলে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জিততে হবে।
শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে খুব বেশি সময় পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতোই সিরিজ নির্ধারনী ওয়ানডে দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে টাইগাররা। তবে দুই বছর আগে এ ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের ছয় ক্রিকেটারের।
]]>