মেজাজ হারিয়ে নিষিদ্ধ হলেন সিমিওনে

১ দিন আগে
লিভারপুলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ দিকে সমর্থকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে তার আচরণ অক্রীড়াসূলভ ছিল বলে উয়েফা তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে উয়েফার প্রতিযোগিতায়।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। নিষেধাজ্ঞার কারণে ঘরের মাঠে অ্যাতলেটিকোর ডাগআউটে থাকতে পারবেন না দিয়েগো সিমিওনে। 

 

আরও পড়ুন: আলভারেজকে দলে ভেড়ানোর মিশনে নামছে বার্সা

 

চ্যাম্পিয়ন্স লিগে গত ১৮ সেপ্টেম্বরের ওই ম্যাচে শুরুতেই দুই গোল হজম করে অ্যাতলেটিকো। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনাও জাগায় তারা। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে ৩-২ ব্যবধানে জিতে যায় লিভারপুল। 

 

তৃতীয় গোল হজমের পর ক্ষুব্ধ ছিলেন সিমিওনে। পরে লিভারপুল সমর্থকদের থেকে গালাগাল শুনে আর মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। টেকনিক্যাল এরিয়ার পেছনে এক সমর্থকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। 

 

আরও পড়ুন: ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফায় চিঠি দিলেন ৫০ খেলোয়াড়

 

এক পর্যায়ে গ্যালারির দিকে তেড়েও যান সিমিওনে। নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি ঠাণ্ডা করেন। পরে রেফারি এসে লাল কার্ড দেখান আর্জেন্টাইন কোচকে। 

 

ম্যাচের পর অবশ্য নিজের ভুল বুঝতে পারেন সিমিওনে। এরপর নিজের আচরণকে অগ্রহণযোগ্যও বলেন তিনি। অবশ্য আত্মপক্ষ সমর্থন করে তখন বলেছিলেন, ৯০ মিনিটে ধরে তাকে অপমান করা হচ্ছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন