বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিব আলতাফের আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সদর উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিন বালু দস্যুরা মেঘনা থেকে যত্রতত্র বালু উত্তোলন করার ফলে ভোলা শহররক্ষা বাঁধটি হুমকির মুখে ফেলে দিয়েছে। মুন্সীগঞ্জের কুখ্যাত আওয়ামী লীগের খোকন ভোলার বালু ব্যবসায়ীদের পার্টনার। যারা এই বালু উত্তোলন করে তারা ভোলার দরবেশ। তারা চোর ডাকাতের চেয়ে কম নয়। তাদের হাত থেকে ভোলাকে রক্ষা করতে হবে। গত ৬ মাসে বালু উত্তোলনের নামে কী হয়েছে তার জন্য একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন: পিরোজপুরে নাগরিক কমিটির প্রতিনিধি সানির মুক্তির দাবিতে মানববন্ধন
প্রয়োজনে ভোলায় হরতাল ডাকার পাশাপাশি ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনসহ আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান বক্তারা।
একইসঙ্গে এই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে বিএনপির কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। পরে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় বন্ধুজনের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন।