মে মাসের ১১ দিনে রেমিট্যান্স এলো ৯২ কোটি ডলার

৫ দিন আগে
চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে এসেছে ৯২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১১ হাজার ২৪৮ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৮ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, মে মাসের প্রথম ১১ দিনে দেশে এসেছে ৯২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ৮১ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৩০ শতাংশ।

 

আরও পড়ুন: ২০২৪-২০২৫ অর্থবছর / সর্বকালের রেকর্ড ভাঙল প্রবাসী আয়ে

 

গত ৮-১১ মে দেশে প্রবাসীরা ১৮ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছিল ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

 

এদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৪৫ কোটি ৯০ লাখ ডলার। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। গত অর্থ বছরের একই সময়ে যা এসেছিল ১ হাজার ৯৯৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২৭ দশমিক ৭০ শতাংশ।

 

এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। সেই অর্থবছর জুড়ে রেমিট্যান্স এসেছিল ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আর সবশেষ ২০২৩-২৪ অর্থ বছরজুড়ে এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার।

]]>
সম্পূর্ণ পড়ুন