মে মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা

১ সপ্তাহে আগে
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের মে মাসে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে পটুয়াখালী জেলার দুমকী উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মে মাসে দুমকী উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৩৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি। অর্জিত হয়েছে ১০৪টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ২৯৯ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৯৭ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২৯৮ শতাংশ।  যা সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে।


এক বছরের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিবেচনায় দেশের ৮টি বিভাগের মধ্যে প্রথম স্থানে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে জন্ম নিবন্ধনের প্রত্যাশা ছিল ১৪ হাজার ৮৯৬টি। অর্জিত হয়েছে ১১ হাজার ৮০১টি। শতাংশের হিসাবে জন্ম নিবন্ধন হয়েছে ৭৯ শতাংশ। প্রথম স্থানে থাকা এ বিভাগের মৃত্যু নিবন্ধনের সম্ভাব্য প্রত্যাশা ছিল ৫ হাজার ৬৪টি। নিবন্ধন করা হয়েছে ৪ হাজার ১৩৫টি। শতাংশের হিসাবে মৃত্যু নিবন্ধন হয়েছে ৮২ শতাংশ। বরিশাল বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় অর্জন ৮০ শতাংশ।


আরও পড়ুন: দুমকীতে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু


জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে মে মাসে প্রথম অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর জেলা। এ জেলায় কাজ হয়েছে গড়ে ১৪৬ শতাংশ।


এ কার্যক্রমে গড়ে ৭৬ শতাংশ অর্জন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। তৃতীয় স্থানে চট্টগ্রাম, তাদের গড় অর্জন ৫৪ শতাংশ। নিবন্ধন কার্যক্রমে গড় ৪৯ শতাংশ অর্জন করে চতুর্থ হয়েছে রংপুর বিভাগ। পঞ্চম অবস্থানে আছে রাজশাহী। তাদের গড় অর্জন ৪৯ শতাংশ। ৬ষ্ঠ অবস্থানে ময়মনসিংহ বিভাগ। এ বিভাগের গড় অর্জন ৪৫ শতাংশ। সপ্তম হয়েছে ঢাকা বিভাগ। তাদের কার্যক্রমের গড় অর্জন ৪২ শতাংশ। সবশেষ অষ্টম অবস্থানে থাকা সিলেটের গড় অর্জনও ৪২ শতাংশ।

 
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।


এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সময় সংবাদকে বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশে পটুয়াখালীর দুমকী উপজেলা প্রথম হয়েছে, এটা আমাদের জন্য গর্বের। এ কার্যক্রম সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা। সরকারের এ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে করতে আমরা বদ্ধপরিকর।’


আরও পড়ুন: দুমকীতে গ্রামপুলিশ সদস্যদের বুুনিয়াদি প্রশিক্ষণ শেষ


দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক সময় সংবাদকে বলেন, ‘শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পাওয়া সত্যি আনন্দের। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি মূলত টিম লিডার হিসেবে কাজ করেছি। এ কাজে বিশেষভাবে সহায়তাকারী ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা করব।’    
 

 

]]>
সম্পূর্ণ পড়ুন