সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সকল গৌরবময় অর্জনে শ্রমিকজনতার রয়েছে বিশাল অবদান। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শ্রমিকরাই সম্মুখযুদ্ধ করেছে। জীবন দিয়েছে। বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে উমর ফারুকসহ দুই শতাধিক শ্রমিক শাহাদাতবরণ করেছে। শ্রমিক-মেহনতি মানুষের জীবন, রক্ত ও ঘামের দাঁড়িয়ে আছে মাতৃভূমি বাংলাদেশ। তাই, শ্রমিকদের নাগরিক অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পূরণ করতে হবে। শ্রমিকদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শ্রমিকসন্তানদের শিক্ষার বন্দোবস্ত করতে হবে। আগামীর বাংলাদেশ হতে হবে শ্রমিকবান্ধব।’
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বান্দরবানে মে দিবসে শ্রমিক ফেডারেশনের র্যালি
এতে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন।
সমাবেশের পর হাজারো শ্রমিকজনতার র্যালি পুরাতন রেলস্টেশন থেকে শুরু হয়ে নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদীঘি ও বকশিবিট হয়ে আন্দরকিল্লা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।