মূল সড়কে চলবে না রিকশা, বন্ধ হবে চার্জিং পয়েন্ট

৫ দিন আগে
রাজধানীর প্রধান সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরাতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ধানমন্ডিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তা জব্দ করে প্রশাসন। চালকরা বলছেন, যাত্রীদের জোড়াজুড়িতেই মূল সড়কে চালাতে বাধ্য হন তারা। এদিকে মূল সড়ক থেকে অটোরিকশা চলাচল বন্ধে এমন অভিযান চলমান থাকবে বলে জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

 

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরীণ সড়কে। ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহয়তায় এইসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলোও বন্ধ করা হবে।

 

অভিযানে মূলসড়কে চলাচলরত আনুমানিক ১০০টিরও বেশি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।  

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনে অটোরিকশাচালকদের সশস্ত্র হামলা, আহত ১৮

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপির কর্মকর্তাবৃন্দ ও ডিএনসিসির অঞ্চল-৫ এর কর্মকর্তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন