মূল সড়কের পাশেই পৌরসভার উন্মুক্ত ময়লার ভাগাড়, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১ সপ্তাহে আগে
পাবনার জনবহুল এলাকায় পৌরসভার উন্মুক্ত ময়লার ভাগাড় শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যকে বিপন্ন করছে। প্রধান প্রধান প্রবেশ সড়কের পাশে থাকা এসব ময়লার ভাগাড় থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ ও রোগব্যাধি। স্থানীয়রা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থেকে মুক্তির জন্য দ্রুত সরকারি হস্তক্ষেপ চেয়েছেন। আর পৌর কর্তৃপক্ষ বলেছে, সমস্যার সমাধানে ব্যবস্থা নেয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, পাবনা শহরের প্রধান প্রধান প্রবেশ সড়কে বিস্তীর্ণ এলাকা জুড়ে পৌরসভার বর্জ্য ছড়িয়ে আছে। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো ছোট টিলা কিংবা পাহাড়। দীর্ঘদিন ধরে পরে থাকা এসব বর্জ্য থেকে প্রতিনিয়ত আশেপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং রোগব্যাধির ঝুঁকি বেড়েছে।

 

পাবনা পৌরসভার এমন নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে বাসিন্দারা অতিষ্ঠ। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের গাছপাড়া, নূরপুর ও বাস টার্মিনাল এলাকায়, যেখানে রয়েছে শতশত বসতবাড়ি। এ সব এলাকার রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করছেন সব শ্রেণির মানুষ, ফলে তাদেরও অসুবিধা বেড়েছে।

 

ভোগান্তি রোধে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ। রাস্তা দিয়ে চলাচলকারী সোহেল রানা (৪২) বলেন, ‘তোয়াক্কা না করেই পৌর কর্তৃপক্ষ রাস্তার আশেপাশে পৌরসভার ব্যবহৃত বর্জ্য ফেলে দিচ্ছেন। এতে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা-মাছি তৈরি হচ্ছে এবং রোগজীবাণু ছড়াচ্ছে। পৌরসভা প্রশাসনের দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া উচিত।’

 

আরও পড়ুন: স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘চর মন্ত্রণালয়’ চান কুড়িগ্রামের চরাঞ্চলের বাসিন্দারা

 

মোটরসাইকেল আরোহী তানভীর রহমান (২৮) জানান, ‘পাবনা শহরের তিন-চারটি প্রধান প্রবেশপথে ময়লা আবর্জনা জমিয়ে রাখা হচ্ছে। এতে চলাচলকারীরা চরম ভোগান্তির মুখে পড়ছেন। সরকারের কাছে দ্রুত প্রতিকার আশা করছি।’

 

 

পাবনা টার্মিনাল এলাকার কলেজ শিক্ষার্থী বিথী খাতুন (২০) বলেন, ‘আমরা নিয়মিত এই রাস্তা দিয়ে কলেজে যাই; চলাচল করতে চরম অসুবিধা হয়। এসব ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করা প্রয়োজন। তাহলে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিস্থিতি থেকে সবাই রেহাই পাবে।’

 

উন্মুক্ত ময়লার সমস্যার সমাধানে এরমধ্যেই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাবনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ওবায়েল উল হক জানান, পাবনা পৌরসভা একটি ক-শ্রেণির পৌরসভা, তাই উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এরমধ্যেই আলোচনা হয়েছে এবং অচিরেই সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাবনা পৌরসভার মোট আয়তন ২৭.২০ বর্গকিলোমিটার।

]]>
সম্পূর্ণ পড়ুন