এই টুর্নামেন্টে পাকিস্তান শাহিনস গতকালই প্রথম ভারত ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল। দোহায় জিতেশ শর্মার নেতৃত্বাধীন দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ইরফান খানরা। এক ওভার বাকি থাকতেই ভারতকে ১৩৬ রানে অলআউট করে ফেলেছিল শাহিনস। ১৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। পাকিস্তানের জয়টি ৮ উইকেটে।
এই জয়ে শাহিনসের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল। দুই জয় দিয়ে রানরেট ২.৮১০ বানিয়ে ফেলেছে তারা। আগের ম্যাচে ৪০ রানে জিতেছিল ওমানের বিপক্ষে। পাকিস্তানের হাতে এখনও এক ম্যাচ। অন্য দলগুলোরও একটি করে ম্যাচ বাকি, তাদের মধ্যে ভারতের মতো সুযোগ রয়েছে ওমানেরও। দুদলেরই পয়েন্ট ২ করে। ফলে ভারত-আরব আমিরাত দেখায় যারা জিতবে, তাদেরই মিলবে সেমির টিকিট।
আরও পড়ুন: ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করলো পাকিস্তান
ভারতের আগের ম্যাচে ১৪৪ রান করেছিলেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। গতকাল ৪৫ করে দলের সর্বোচ্চ রানস্কোরার হয়েছেন তিনি। বাকিদের মধ্যে নামানদির ৩৫, হার্শ দুবে ১৯, রামানদিপ সিং ১১ ও প্রিয়ানশ আরিয়া ১০ রান করেন। পাকিস্তান শাহিনসের হয়ে ৩ উইকেট নেন শহিদ আজিজ। ২টি করে উইকেট পান সাদ মাসুদ ও মাজ সাদাকাত।
মাজ সাদাকাত পরে ব্যাট হাতে বড় অবদান রাখেন। মোহাম্মদ নাঈমের সঙ্গে ৫৫, ইয়াসির খানের সঙ্গে ৩৯ ও মোহাম্মদ ফাইকের সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সাদাকাত অপরাজিত থাকেন ৭৯ রান করে। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছয়ের মার। নাঈম ১৬, ইয়াসির ১১ ও ফাইক করেন ১৬ রান।
আগামীকাল পরের ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। ওমানের বিপক্ষে ভারতের ম্যাচটিও একই দিন।

৪ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·