সোমবার (৩ নভেম্বর) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ব্যবস্থার ফলে হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, সুরক্ষিত এবং স্বচ্ছ হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, হজযাত্রীরা hajj.nusuk.sa ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করা, হজের প্যাকেজ নির্বাচন করা এবং সম্পূর্ণ অর্থপ্রদান সম্পন্ন করতে পারবেন।
এই ডিজিটাল সেবাটি সম্পূর্ণভাবে মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর ফলে হজযাত্রীদের কোনো বহিরাগত এজেন্ট বা মধ্যস্থতাকারীর দ্বারস্থ হতে হবে না, যা পুরো প্রক্রিয়াকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তুলবে।
আরও পড়ুন: ওমরাহ করতে যাওয়ার আগেই কাটতে হবে রিটার্ন টিকিট
এই প্ল্যাটফর্মের মাধ্যমে ১৪৪৭ হিজরি সনের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি, ইংরেজি ৭ অক্টোবর ২০২৫ তারিখে। মন্ত্রণালয় হজযাত্রীদের কঠোরভাবে সতর্ক করে বলেছে, হজের নিবন্ধন অবশ্যই এবং শুধুমাত্র অফিসিয়াল নুসুক হজ প্ল্যাটফর্মের (hajj.nusuk.sa) মাধ্যমে করতে হবে।
সৌদি সরকার এই প্ল্যাটফর্মের বাইরে নিবন্ধনের জন্য কোনো অফিস বা এজেন্টকে অনুমোদন দেয়নি। হজযাত্রীদের যেকোনো অনানুষ্ঠানিক লিঙ্ক, ভুয়া ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের বাইরে অন্য কোনো মাধ্যমে অর্থপ্রদানের অনুরোধ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিবন্ধন সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য, হজযাত্রীরা সরাসরি মন্ত্রণালয়ের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়। ইমেইল: [email protected] ফোন: +966 920031201 এই ডিজিটাল উদ্যোগটি বিশ্বজুড়ে সংখ্যালঘু মুসলিমদের জন্য হজ পালনকে আরও স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত করবে বলে আশা করা হচ্ছে।
]]>
                        ১০ ঘন্টা আগে
                        ১
                    







                        Bengali (BD)  ·       
                        English (US)  ·