একশ টেস্ট খেলা কোনো মামুলি বিষয় নয়। লম্বা সময় ধরে নিজের ফিটনেস ও পারফরম্যান্স ধরে রেখে খেলা চালিয়ে যাওয়া একেবারে সহজ ব্যাপার নয়। মুশফিকের কাছে হয়তো একশ টেস্ট শুধুই একটা সংখ্যা। কেননা, তার মধ্যে একশ থেকে আরও এগিয়ে যাওয়ার ক্ষুধাটা এখনও দেখেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স।
মিরপুরে মঙ্গলবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেছেন, ‘তার মধ্যে এখনও সেই ইচ্ছা, সেই ক্ষুধা আছে, যা ১৫০ টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যেই দেখা যায়। সে ক্রমাগত ভালো করতে চায়, এটাই সবচেয়ে বড় ব্যাপার। নিজেকে আরও উন্নত করার মনোভাবই তাকে এখানে নিয়ে এসেছে।’
আরও পড়ুন: মুশফিকের শততম টেস্টে ফ্রি খেলা দেখতে পারবেন শিক্ষার্থী ও শিক্ষকরা
লর্ডসকে বলা ক্রিকেটের তীর্থস্থান, সেখানেই ২০০৫ সালের ২৬ মে অভিষেক হয় মুশফিকুর রহিমের। ২০ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কাল মুশফিক নামবেন শততম টেস্ট খেলতে। তার আগের কিংবা সমসাময়িক বাংলাদেশি ক্রিকেটারদের কেউও এই মাইলফলক ছুঁতে পারেননি।
খেলার প্রতি মুশফিকের নিবেদন আর পেশাদার মানসিকতার কথা সবারই জানা। বাংলাদেশ দলের কোচ থেকে ফিল সিমন্সও সেটা বুঝে গেছেন। ‘আসল রহস্য হলো পেশাদারিত্ব। আপনি নিজেকে কীভাবে পরিচালনা করেন, কীভাবে নিজের দক্ষতা উন্নত করেন এবং কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে কাজ করেন। যদি আপনি তার ক্যারিয়ারের দিকে তাকান, সে আন্তর্জাতিক ক্রিকেটে সফল, আর এটাই তাকে এত দিন ধরে খেলিয়ে যাচ্ছে।’
সিমন্স আরও বলেন, ‘আমাদের তার পেশাদারিত্ব, তার দীর্ঘমেয়াদি পথচলা এবং বাংলাদেশের হয়ে খেলার প্রতি অকৃত্রিম আকাঙ্ক্ষা, এসবকে স্বীকার করতেই হবে। কারণ, ১০০ টেস্ট ম্যাচে পৌঁছানো সহজ নয়। বাংলাদেশ বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলে না। তাই এই মাইলফলকে পৌঁছাতে তার অনেক সময় লেগেছে, এটা আমাদের উপলব্ধি করা উচিত। আমি অত্যন্ত খুশি হব যদি আগামীকাল তার এই বিশেষ মুহূর্তটি সুন্দরভাবে উদযাপিত হয়।’

১ সপ্তাহে আগে
৪






Bengali (BD) ·
English (US) ·