রোববার (২৯ জুন) সন্ধ্যায় টিএসসি প্রাঙ্গণ থেকে মশাল মিছিল শুরু হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
এ সময় মুরাদনগরের ধর্ষণের দায়ভার অন্তবর্তী সরকারকে নিতে হবে বলে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতারা দ্রুতই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
মামলায় অভিযোগ করা হয়, হোমনা থেকে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এলে পূর্বপরিচিত ফজর আলী ২৬ জুন রাতে ওই নারীকে ধর্ষণ করেন। ফজর আলী চলে যাওয়ার সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে এবং মারধর করেন। এ সময় কয়েকজন ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে। পরে আহত অবস্থায় অভিযুক্ত ফজর আলী পালিয়ে যায়।
আরও পড়ুন: মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ৫
পরদিন শুক্রবার ফজর আলীকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারী। জানা গেছে, টাকা ধার নেয়া নিয়ে ফজর আলী ভুক্তভোগীর পরিবারের পূর্বপরিচিত ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ফজর আলীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।