মুরাদনগরে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মৌন মিছিল

১ সপ্তাহে আগে
কুমিল্লার মুরাদনগরে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদে কালো পতাকা মুখে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়া নামে একটি ফেইসবুক ভিত্তিক সংগঠন।

রোববার (২৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মৌন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরাসহ বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।


প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মুনতাছির, সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়ার সদস্য, পলাশ দেব, রাজু দেবনাথ ও ইমন রায়।


মানবন্ধনে সনাতন কমিউনিটি ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের সদস্য ইমন রায় বলেন, দেশে যে নিত্যলীলা শুরু হয়েছে। ধর্ষণের প্রতিবাদে অনেক অনেক মামলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মামলার বিচার না হওয়ার একের পর এক ধর্ষণ বেড়েই চলছে। আমরা আর আমাদের মা বোনের ধর্ষণের খবর শুনতে চাই না। আমরা শুনতে শুনতে আজ মৌন হয়ে গেছি। আমাদের এই মৌনতার বাঁধ ভাঙার আগেই যেন কুমিল্লার ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচার যেন করা হয়।


আরও পড়ুন: মুরাদনগরের ঘটনায় ক্ষোভে উত্তাল শোবিজ অঙ্গন


সমাবেশে একাত্মতা প্রকাশ করে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মুনতাছির বলেন, আমরা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। একের পর এক ধর্ষণ আমাদের বোনদের আত্মচিৎকারে আমরা আর কথা বলার শক্তি পাই না। এখন চুপ হয়ে যাওয়া ছাড়া আর উপায় দেখছি না। আইন আছে, তবে তার বাস্তবায়ন নেই। তাই আজকে আমরা মৌন প্রতিবাদ করছি। যারা চুপ হয়ে যায় তারা কিন্তু পরে আর কিছু শোনে না। আমরাও আর শুনবো না। মৌনতার বাঁধ যেন ভেঙ্গে যাওয়ার আগেই কুমিল্লাসহ সারাদেশের ধর্ষণের বিচার করার আহ্বান জানানো হয়।


পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন