মুরগির পশম ছাড়ানোর মেশিনের বৈদ্যুতিক তারে হাত, প্রাণ গেল আলাউদ্দিনের

৩ সপ্তাহ আগে
খুলনায় মুরগির পশম ছাড়ানোর মেশিনের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন গোলদার (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রূপসা নতুন বাজারে এই ঘটনা ঘটে।

 

নিহত আলাউদ্দিন বাগেরহাট সদর উপজেলার দরী রসুলপুর রাখালদাসি ইউনিয়নের আজীত গোলদারের ছেলে।

 

আরও পড়ুন: বাউফলে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরগির দোকানে মুরগির পশম ছাড়ানোর মেশিনের বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত হাত দিলে তিনি বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন