মুম্বাইয়ে অপহরণকারীর ভিডিও প্রকাশ, নাটকীয় জিম্মি পরিস্থিতির পর ১৭ শিশু উদ্ধার

৩ সপ্তাহ আগে
মুম্বাইয়ের পোয়াই এলাকায় ১৭ জন শিশুকে জিম্মি করে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এলাকার একটি স্টুডিওতে তাদের জিম্মি করা হয়। ঘটনার আগে একটি ভিডিও প্রকাশ করেন সন্দেহভাজন ব্যক্তি। ভিডিওটি প্রকাশের পর নিরাপত্তা বাহিনী রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উদ্ধার করে শিশুদের।

ভিডিও বার্তায় নিজেকে রোহিত আর্য হিসেবে পরিচয় দেয়া সন্দেহভাজন ব্যক্তিকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।
 

মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে, এক ব্যক্তি একটি নাটকীয় ভিডিও পোস্ট করে দাবি করে যে,  সে কেবল ‘নৈতিক উত্তর’ চায়, টাকা বা সহিংসতা চায় না। অভিযুক্ত, যার নাম রোহিত আর্য, তাকে আটক করা হয়েছে এবং শিশুদের নিরাপদে বের করে আনা হয়েছে। 

 

আরও পড়ুন:দিল্লির বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ


ঘটনার আগে, আর্য একটি ভিডিও রেকর্ড করেছিলেন যেখানে তিনি জোর দিয়ে বলেছিলেন, তিনি ‘সন্ত্রাসী নন’ এবং তিনি নিজের জীবন নেয়ার পরিবর্তে একটি পরিকল্পনা করেছিলেন। ক্লিপে, আর্য শান্তভাবে  বলেন, তিনি শিশুদের জিম্মি করে রেখেছেন যাতে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা তার কথা শুনতে বাধ্য হয়।

 

তিনি বলেন, ‘আমার কোনো অর্থের দাবি নেই, আমি সন্ত্রাসী নই। আমি কেবল নৈতিক ও নীতিগত উত্তর চাই। তিনি সতর্ক করে বলেন, একটি ‘ভুল পদক্ষেপ’ তাকে নিজের ক্ষতি করতে বাধ্য করতে পারে।’

 

ভিডিওটি প্রচারিত হতে শুরু করার পর, পুলিশ পাওয়াইয়ের আর ডি স্টুডিওতে ছুটে যায় এবং প্রাঙ্গণটি সিল করে দেয়। আতঙ্কিত অভিভাবকরা বাইরে অপেক্ষা করেন। এ সময় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।

 

এর আগে কর্মকর্তারা বলেন যে তারা বিষয়টিকে একটি সঙ্কটজনক পরিস্থিতি হিসেবে বিবেচনা করেছেন এবং শিশুরা যাতে অক্ষত থাকে তা নিশ্চিত করার জন্য আর্যের সাথে কথা বলা অব্যাহত রেখেছেন।

 

পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং জিম্মি করার কিছুক্ষণ পরেই শিশুদের উদ্ধার করতে সক্ষম হয়। যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। 

 

ভিডিও বার্তায়  আরও বলা হয়, ‘আমি শুধু আলোচনা চালাতে চাই। কথাবার্তা বলতে চাই, আর সেই কারণেই আমি এই শিশুদের জিম্মি করে রেখেছি। পরিকল্পনার অংশ হিসেবে আমি তাদের জিম্মি করে রেখেছি।’ 

 

আরও পড়ুন:‘আমাকে বাঁচান’, সৌদি আরবে আটকে পড়া ভারতীয় যুবকের করুণ আকুতি


পুলিশ সূত্রে জানা গেছে, শিশুরা পোয়াইয়ের একটি ভবনের নিচতলায় অবস্থিত আরএ স্টুডিওতে একটি চলচ্চিত্রের অডিশনের জন্য এসেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এয়ারগান এবং কিছু রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে। 

 

সূত্র: এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমস

]]>
সম্পূর্ণ পড়ুন