সোমবার (২১ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ২০১৫ সালে বিচারকরা পাঁচজন অভিযুক্তকে মৃত্যুদণ্ড এবং বাকি সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।
আরও পড়ুন:অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে গ্রেফতার অব্যাহত থাকবে: মোদি
সোমবার, বোম্বে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ পূর্ববর্তী আদেশটি বাতিল করে রায় দেয় যে, অভিযুক্তরা যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন তা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চতর আদালতে আপিল করতে পারবে।
২০০৬ সালের ১১ জুলাই, সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীবাহী ট্রেনে পরপর সাতটি বিস্ফোরণ ঘটে, যা ভারতের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি।
সাতটি প্রেসার কুকারে প্যাক করে ব্যাগে রাখা বোমাগুলো ছয় মিনিটের মধ্যে বিস্ফোরিত হয়।
মাতুঙ্গা, খার, মাহিম, যোগেশ্বরী, বোরিভালি এবং মীরা রোড এলাকায় বিস্ফোরণগুলো ঘটে, যার বেশিরভাগই চলন্ত ট্রেনে এবং দুটি স্টেশনে ঘটে।
হামলার সময় ট্রেনে অফিস ফেরত যাত্রীদের ভিড় ছিল। প্রথম শ্রেণীর বগিগুলোকে লক্ষ্য করে বোমাগুলো বিস্ফোরিত হয়েছিল।
বিস্ফোরণের পরপরই গ্রেফতার হওয়া অভিযুক্তরা তখন থেকেই কারাগারে ছিলেন। তাদের মধ্যে একজন, কামাল আনসারি, যাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল ২০২১ সালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান।
আরও পড়ুন:বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু
২০১৫ সালে, একটি বিশেষ আদালত হত্যা, ষড়যন্ত্র এবং দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করে। রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আপিল করে, অন্যদিকে আসামিপক্ষ খালাস চেয়ে আবেদন করে।
]]>