রোববার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পঞ্চসার মুক্তারপুর ও মিরেশ্বরাই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, স্পেশাল ম্যাজিস্ট্রেট বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর ১৭ বিধি মতে একই বিধিমালার ১১(খ) বিধি লঙ্ঘনের অপরাধে মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়। এছাড়াও একই অপরাধে মেসার্স সুলতান এন্ড সন্স ও মেসার্স তাজ রাজ এন্টারপ্রাইজ প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এ সময় মেসার্স সুলতান এন্ড সন্স ও মেসার্স তাজ রাজ এন্টারপ্রাইজের মালিক পলাতক থাকায় তাদেরকে ৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়ে তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন।
এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জীবন সরকার জানান, উন্মুক্তভাবে খোলা রেখে বালু ব্যবসা করায় ৩ বালু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন পরিবেশের স্পেশাল বিচারক। এ সময় এক প্রতিষ্ঠানের মালিক উপস্থিত থাকায় তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এদের মধ্যে আরও দুই প্রতিষ্ঠানের মালিক না থাকায় সাজা ওয়ারেন্ট ইস্যু করা হয়।