রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। মীর মোশাররফ হোসেন সুমন উপজেলার ইছাপুরা গ্রামের মীর আব্দুস সাত্তারের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সিরাজদিখান থানা ভাঙচুরের মামলায় তাকে আটক করা হয়েছে। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সিরাজদিখান থানায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের ভেতর থেকে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
পরে ২৭ আগস্ট সিরাজদিখান থানার এসআই ইকবাল হোসেন বাদী হয়ে ৪শ’ থেকে সাড়ে ৪শ’ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় মীর মোশারফ হেসেন সুমনকে আটক করা হয়।