মুন্সীগঞ্জে যুবলীগের মিছিল, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১ সপ্তাহে আগে
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির সমর্থনে মুন্সীগঞ্জে মিছিল করেছে যুবলীগ। এসময় পুলিশের একটি টহল পিকআপ ঘটনাস্থলে গেলেও কোনো তৎপরতা না থাকায় পিকআপে থাকা পুলিশের এক সাব-ইন্সপেক্টরসহ দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হলে তাদের প্রত্যাহার করা হয়।

 

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যরা হলেন: সিরাজদিখান থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান, কনস্টেবল মো. শফিক ও মো. বাদশা।

 

এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন: মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন দেওয়ান (৫৪), মো. সোহেল শেখ (৩৫) এবং মন্টু ভুঁইয়া (৩০)।

 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে মিছিলকারীরা আটকের আগেই পালিয়ে যায়। মিছিলকারীদের আটকে ব্যর্থ হওয়ায় জেলা পুলিশের নির্দেশে ৩ পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে সরিয়ে নেয়া হয়েছে।

 

আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায়ে হেফাজতে ইসলামের শুকরিয়া আদায়

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে দেখা যায়, ‘সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগ’ এবং ‘মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ’ এই দুই ব্যানারে প্রায় ২৫-৩০ জন ব্যক্তি বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করছেন। এক পর্যায়ে তারা থেমে গেলে একজন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগের মিছিলটির নেতৃত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। আর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ শাওন।

]]>
সম্পূর্ণ পড়ুন