শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন: জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) আমেনা বেগমসহ (২২) পাঁচজন। গুলিবিদ্ধদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অর্ধশত
মুন্নীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহরিয়ার হাফিজ জানান, গুলিবিদ্ধসহ ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।