মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

২ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ রায়হান খান (২২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়হান খান সদরের চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের ছেলে।


মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, হত্যার ঘটনায় এখনো কেউ মামলা করেননি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে।


জানা যায়, আধিপত্যের জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন ও আব্দুর রহিম মোল্লার অনুসারীদের বিরোধ চলে আসছিলো।


আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত একজন


সোমবার (১০ নভেম্বর) ভোরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৮) নিহত হন। এ সময় ইমরান ও রায়হানসহ গুলিবিদ্ধ হন আরও কয়েক জন। এই সহিংসতায় প্রাকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়।


এর আগে গত ২ নভেম্বর মোল্লাকান্দির মুন্সীকান্দিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে তুহিন দেওয়ান নিহত হন৷
 

]]>
সম্পূর্ণ পড়ুন