শনিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতরা সচিবের বাড়ি থেকে ৩ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আর তার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে ৩ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। ১৫ থেকে ২০ জনের ডাকাত দল আকস্মিক হানা দিয়ে লুট করে পালিয়ে যায়।
সেলিম খানের বড় বোন রওশনা আরা জানান, বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।
আরও পড়ুন: রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
অতিরিক্ত সচিব সেলিম খান বলেন, এটি পরিকল্পিত ডাকাতি।
এদিকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) শামসুল আলম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আমাদের একাধিক টিম মাঠে রয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।