রোববার (৫ জানুয়ারি ) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ৯ জনকে আটক করেছে।
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেইনিংয়ের ভাইবা পরীক্ষায় কম্পিউটার ডিপার্টমেন্টে কয়েকজন ছাত্র এসেছিল। তারা বিগত ৫ আগস্টের আগে ছাত্রলীগের কর্মী ছিল। আগের বিভিন্ন বিষয়ের জেরে ওই ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সাধারণ ছাত্রদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ছাত্রলীগ কর্মীরা আটকা পড়ে। আমরা ওদের সেইফ করতে চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। পরে সংঘর্ষ বেধে যায়। ল্যাবের দরজা ভেঙে ওদেরকে কিছু আহতকে হাসপাতালে পাঠিয়েছে। বাকি কয়েকজনকে পুলিশ, সেনাবাহিনী এবং এসিল্যান্ড তাদের সেনাবাহিনীর তত্বাবধানে নিয়ে গেছে।
কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগ কর্মী কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয়। একদল ছাত্রলীগ কর্মীদের ওপার হামলা করে এবং তাদের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরে ছাত্রদের আরেকটি পক্ষ তাদের মুক্ত করতে আসে। এই সময় ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী। এসময় ছাত্রদলের এক কর্মীও আহত হয়েছেন।
আরও পড়ুন: পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কয়েক শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মী দাবি করে পরীক্ষা দিতে না দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানায় একদল শিক্ষার্থী এবং তাদের একটি রুমে আটকে রাখে। পরে তাদের পক্ষে আরেক দল ছাত্র আসলে ধাওয়-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েক শিক্ষার্থী আহত হন। পুলিশ আগে থেকেই সেখানে ছিল। পরে পুলিশের সহায়তায় সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরের সহকারী কমিশনার (ভূমি) সেখানে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় একদল শিক্ষার্থী আটকে রাখা ৯ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে। পুলিশ এই ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।