মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যা, সন্তানসহ স্বামী উধাও

২ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মাহামুদা বেগম (৩১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, স্ত্রীকে হত্যা করে সন্তানসহ পালিয়েছেন স্বামী।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাজার সংলগ্ন মিয়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মাহামুদা বেগম মাদারীপুর জেলার মো. রুবেল লস্করের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, রুবেল তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তিন দিন আগে বালিগাঁও বাজার সংলগ্ন মুরগিপট্টির পিছনে ছানাউল্লাহ মিয়ার বাড়িতে বসতঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিন্তু রোববার সকালে কাউকে কিছু না বলে রুবেল তার সন্তানদের নিয়ে ঘরের বাইরে চলে যায় এবং ঘরের সিটকিনি আটকে দিয়ে বেরিয়ে যান।

 

আরও পড়ুন: নবাবগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ মুন্সীগঞ্জে উদ্ধার

 

সারাদিন ঘরের সিটকিনি বন্ধ দেখে স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে বাড়িওয়ালা রুবেলের বসতঘর খুলে দেখেন, রুবেলের স্ত্রী মাহামুদা বেগম ঘরের চৌকির উপরে ওড়না দিয়ে মুখ আটকানো অবস্থায় মৃত্যুবরণ করেছেন। স্থানীয়রা আরও জানান, মাহামুদা বেগমের স্বামী একজন মাদকসেবী ছিলেন এবং স্ত্রীকে হত্যা করে তিনি তার সন্তানদের নিয়ে পালিয়ে গেছেন।

 

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন