মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলার ইছাপুরা ভবানীপুর সড়কের কাঁঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।
টাকা লুটের দুই ঘণ্টা পর ২০ কিলোমিটার দূরের কেরাণীগঞ্জের রোহিতপুর এলাকায় তাকে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়।
অপহরণের শিকার আফজাল শেখ জৈনসার ইউনিয়নের ভবানীরপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী।
আরও পড়ুন: ৪০ দিন পর নিখোঁজ গৃহবধূর পুঁতে রাখা মরদেহ উদ্ধার
আফজাল শেখ জানান, ইসলামী ব্যাংক নিমতলা শাখা থেকে টাকা নিয়ে ব্যাটারিচালিত অটোবাইকে ভবানীপুর এজেন্ট শাখার দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি মাইক্রোবাস ইজিবাইকের গতিরোধ করে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। দুর্বৃত্তরা দাবি করে, তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে এবং কোর্টে চালান দেয়া হবে।
পরে তার কাছে থাকা টাকা লুট করে নিয়ে প্রায় দুই ঘণ্টা পর কেরাণীগঞ্জের রোহিতপুর এলাকায় নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়। এ ঘটনায় ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার এজেন্ট কামাল শেখ সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন।
সিরাজদিখান থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান হোসেন জানান, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে এবং অপরাধীদের ধরার চেষ্টা চলছে।
]]>