মুন্সীগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মারা গেছেন

৪ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৭৩) মারা গেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।
 

তিনি দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার বাদ এশা টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ মাঠে নামাজের জানাজা শেষে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীর শুয়াপাড়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা কথা রয়েছে। 

আরও পড়ুন: ভুল চিকিৎসায় দুই গাভির মৃত্যু, থানায় অভিযোগ খামারির

শেখ লুৎফর রহমানের বড় ছেলে গোলাম রাব্বানী শান্ত জানান, তার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শেখ লুৎফর রহমান ১৯৯৬ সালে পঞ্চম জাতীয় সংসদে তিনি মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে তার সঙ্গে বিজয়ী হয়েছিলেন বিএনপির এম শামসুল ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন