মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে বাদীকে মারধর, ২ ব্যক্তির কারাদণ্ড

১ সপ্তাহে আগে
মুন্সীগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীপক্ষকে মারধরের ঘটনায় দুই আসামিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান সংক্ষিপ্ত বিচার পরিচালনা করে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের ইসমাইলের ছেলে রাইসুল ইসলাম (৩০) ও একই উপজেলার বালুয়াকান্দি গ্রামের ইন্দিরা আলীর মেয়ে শাকিলা আক্তার (৩২)। আদালত রাইসুল ইসলামকে ৩ দিনের এবং শাকিলা আক্তারকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


আদালত সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার বড় রায়পাড়া গ্রামের জগির মিয়ার কন্যা জাকিয়া আক্তার (২৯) বাদী হয়ে শাকিলা আক্তারসহ ৫ জনের বিরুদ্ধে গজারিয়া আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলার শুনানিতে মঙ্গলবার আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।


এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বাদী জাকিয়া আক্তার আদালত প্রাঙ্গণে গেলে আসামি শাকিলা আক্তার ও তার সহযোগী রাইসুল ইসলাম তাকে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত আদালতের ডিউটিরত পুলিশ দ্রুত বাদীকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুজনকে আটক করে আদালতে হাজির করে।


আরও পড়ুন: আদালত থেকে পালানো জোড়া হত্যা মামলার আসামি গ্রেফতার


পরে বিচারক মো. আশীকুর রহমান সংক্ষিপ্ত বিচার পরিচালনা করে আসামিদের কারাদণ্ডের আদেশ দেন এবং তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রাজিব বর্মন।

]]>
সম্পূর্ণ পড়ুন