কলম্বোতে পুরো ৫০ ওভার খেলে ২২১ রানের লড়াই করার পুঁজি পায় অস্ট্রেলিয়া। অথচ, এক সময় মনে হচ্ছিল ১৫০ রানও পেরোনো কঠিন হবে। পাকিস্তানের দুই স্পিনার নাশরা সন্দহু (৩-৩৭) ও রামিন শামীম (২-২৯) একের পর এক উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দলকে।
কিন্তু বেথ মুনি তখন ছিলেন অন্য জগতে। প্রথমে কিম গার্থের সঙ্গে গড়লেন ৩৯ রানের ধৈর্যের জুটি, এরপর আলানা কিংয়ের সঙ্গে যোগ করে দিলেন ম্যাচ ঘুরিয়ে দেয়ার ১০৬ রানের জুটি।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে প্রোটিয়া ওপেনারের অনন্য কীর্তি
নম্বর ১০ ব্যাটার কিংও তখন হয়ে উঠলেন নায়িকা, ৫১ রানে অপরাজিত থেকে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি হাঁকালেন। শেষ পাঁচ ওভারে এ দুজন মিলে তুলেন ৫৯ রান, পাকিস্তানের বোলারদের হাত থেকে বেরিয়ে গেল ম্যাচ।
২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে পাকিস্তান। ৪৯ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সিদরা আমিন (৩৫) কিছুটা লড়লেও দলের পক্ষে সেটি যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে কিম গার্থ নেন ৩ উইকেট মাত্র ১৪ রানে।
এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১টি পরিত্যক্ত নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। অপরদিকে, বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই হেরে টেবিলের তলানিতে পাকিস্তান।