বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুগদা মদিনাবাগ ময়লাবস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
মুগদা থানার ভারপ্রাপ্ত (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদক ও ছিনতাই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি দল মদিনাবাগ ময়লাবস্তি এলাকায় অভিযানে গিয়েছে। সেখান থেকে এক দুর্ধর্ষ মাদক কারবারিকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে আসার সময় আরেক মাদক কারবা হঠাৎ পেছন থেকে লাঠি দিয়ে ওই পুলিশ কর্মকর্তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখন গুরুতর আহত অবস্থায় তাকে সহকর্মীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি রাখেন।
আরও পড়ুন: এনএসআই পরিচয়ে তুরস্কের নাগরিকের কাছে অর্থ দাবি, গ্রেফতার ১
ওসি আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক ও ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। হামলাকারীকে সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।