মুগদায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

৫ দিন আগে
রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অটোরিকশা চালক।

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা রাত সাড়ে ১০টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, অংশু (২২) ও আদিল আরহাম সিয়াম (২২)।

 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলাম জানান, গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উল্টে পড়ে ছিল। পাশেই পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশা চালকও।

 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় চাচা নিহত, মরদেহ দেখতে যাওয়ার পথে ভাতিজির মৃত্যু

 

তিনি আরও বলেন, সেখানে ভিড় করে দাঁড়িয়ে ছিল অনেক লোকজন। তখন সেখান থেকে প্রথমে এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর অন্যরা অপর যুবককেও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

তবে অটোরিকশার চালককে কোন হাসপাতালে নিয়ে গেছেন তা তিনি বলতে পারেননি। তার ধারণা, ওই অটোরিকশাটির সাথে ধাক্কা লেগেছে মোটরসাইকেলটির। এতে তারা ছিটকে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদের দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

এদিকে স্বজনরা জানান, তাদের দুজনের বাসা মান্ডা এলাকায়। অংশুর বাবার নাম অখিল। আর সিয়ামের বাবার নাম আকরাম হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন