মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে: মির্জা ফখরুল

২ সপ্তাহ আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপস নেই।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা মোহসীন মন্টুর স্মরণ সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, যতগুলো কমিশন হচ্ছে সবগুলোতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে। দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা অত্যন্ত আশাবাদী, লন্ডনে আমরা আলোচনা দেখেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। 

 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে: মির্জা ফখরুল


ফখরুল বলেন, যেভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, কাঠামোগত পরিবর্তন করতে চাই সেখানে আমাদের ঐক্যের দরকার আছে। কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন হই, যখন দেখি স্লোগান হচ্ছে ব্যক্তিকেন্দ্রীক, অশালীন, শিষ্টাচার বিবর্জিত স্লোগান দিচ্ছে কিছু কিছু মানুষ।

]]>
সম্পূর্ণ পড়ুন