যৌনকর্মী পাচার ও চক্র চালানোর মতো ভয়াবহ অভিযোগ থেকে রেহাই পেয়েছেন আলোচিত মার্কিন র্যাপার ও সংগীত প্রযোজক শন ডিডি কম্বস। তবে আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে তার বিরুদ্ধে যৌন ব্যবসা সংক্রান্ত আরও দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে, যার প্রতিটির সর্বোচ্চ শাস্তি ১০ বছর।
এ বিষয়ে ২ জুন, রায় প্রকাশের পর কম্বসের আইনজীবী মার্ক অগ্নিফিলো আদালতকে বলেন যে, ‘তাকে... বিস্তারিত