শুক্রবার (৩১ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রই রই বিনালে’। সিনেমাটি আসামের সংগীতশিল্পী জুবিনের স্বপ্নের সিনেমা।
‘রই রই বিনালে’ সিনেমার গল্প ও সংগীত দুটোই জুবিনের সৃষ্টি। সিনেমায় জুবিন অভিনয় করেছেন এক অন্ধ শিল্পীর চরিত্রে।
রূপালি পর্দায় প্রাণবন্ত জুবিনকে দেখতে মুখিয়ে ভক্তরা। যার প্রমাণ মিলছে সিনেমাটির আগাম টিকিট বিক্রিতে। মুক্তির প্রথম দিনেই রাজ্যের ৯০টি প্রেক্ষাগৃহের সব টিকিট অগ্রিম বিক্রি হয়েছে।
জুবিনের শেষ চলচ্চিত্র তার শিল্পজীবনের প্রতীক। সিনেমাটি আসামসহ ভারতের ৪৬টি শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: অনন্ত জলিলের সিনেমায় যে গান গেয়েছিলেন জুবিন গর্গ
প্রতিটি প্রেক্ষাগৃহেই দর্শকের উপচে পড়া ভিড়। দর্শকের চাপ সামলাতে এরইমধ্যে সকাল ৬টা ও রাত ১২টার শোয়ের ব্যবস্থা করেছেন হল মালিকরা।
আরও পড়ুন: জুবিন গর্গ ‘হত্যা’র লোমহর্ষক বর্ণনা দিলেন সহশিল্পীরা
এদিকে প্রয়াত গায়কের স্মরণে সিনেমাটি ট্যাক্স-ফ্রি করার আহ্বান জানিয়েছেন আসামের কংগ্রেস সভাপতি গৌরব গোগোই। সিনেমাটি থেকে সংগৃহীত জিএসটি দান করা হবে ‘কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এ।
]]>

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·