উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে রোববার (২৯ জুন) র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। মিয়ানমারের ইয়াংগুনে তাদেরকে হারিয়ে বাছাই পর্বের শুরুটা বেশ ভালোই করলো পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচ শেষে তহুরা বলেন, ‘আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাদের থেকে বাহরাইন অনেক এগিয়ে থাকা দল। আমরা যে এতদিন পরিশ্রম করেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা মাঠে সেটা কাজে লাগাব। তো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কিপার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। মাঠের মধ্যে সবাই মনোযোগী ছিল।’
আরও পড়ুন: ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ
তিনি আরও বলেন, ‘অবশ্যই…এই যে বাংলাদেশি দর্শক যারা আছে, তারা আমাদের অনেক সমর্থন করেছে, প্রথম থেকেই অনেক চিল্লাচিল্লি করেছে (আমাদের অনুপ্রাণিত করার জন্য)। তো উনাদের প্রতি কৃতজ্ঞতা, সবাইকে অনেক ধন্যবাদ যে, আমাদের অনেক সমর্থন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের, যারা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে শুরু করেছে বাছাই। স্বাগতিকদের বিপক্ষে তহুরাদের সবশেষ ম্যাচের স্মৃতি বড্ড তেতো, ২০২০ অলিম্পিকস বাছাইয়ে ৫-০ গোলে হারতে হয়েছিলো। তবে এবার অনেক কারণেই আশাবাদী তহুরা।
আরও পড়ুন: ৪ বছর পর বার্সার কাছ থেকে বকেয়া টাকা পাচ্ছেন মেসি
‘আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল। আমরা এর আগে এ মাঠেই মিয়ানমারের কাছে ৫ গোল খেয়েছিলাম। এবার যেহেতু…আমরা সবাই সবসময় ক্যাম্পেই থাকি একসাথে, আমাদের সবদিক থেকেই অনেক উন্নতি হয়েছে।’
‘সবসময় আমরা চেষ্টা করি, দেখি কোন দিকে উন্নতি হচ্ছে, দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে, এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার। বাকিটা আল্লাহ জানেন।’
]]>