সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি কাঠের বোটকে ধাওয়া করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান।
আরও পড়ুন: বিশেষ অভিযানে আরও ১৫৬১ জন গ্রেফতার
পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম থেকে এফবি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১ নামের বোটটি আটক করা হয়। এসময় একটি কাঠের বোটসহ বিপুল পরিমাণ পণ্যসামগ্রী জব্দ করা হয়। এতে থাকা ১১ জন পাচারকারীকে আটক করে জাহাজে তোলা হয়।
পরে বোট তল্লাশি করে আলু ১৫ হাজার কেজি, রসুন ৭৫০ কেজি, ময়দা ২ হাজার ৫০০ কেজি, মসুর ডাল ২ হাজার ৫০০ কেজি, কোমল পানীয় ১৪ হাজার ৪০০ বোতল (টাইগার/স্পিড), গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, তিনটি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।
আটককৃত পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
]]>