হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে রোববার (৭ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৯১ রান করে জিম্বাবুয়ে। জবাবে নেমে ১৪ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের ভালো শুরু এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। উদ্বোধনী জুটি থেকে আসে ৫৮ রান। ৫.২ ওভারে মেন্ডিস ফিরে যান। ৩ চার ও এক ছক্কায় ১৭ বলে ৩০ রান করেন এই ওপেনার। অষ্টম ওভারে দলীয় ৭৬ রানে নিশাঙ্কা ফিরে যান। ৪টি চার ও এক ছক্কায় ২০ বল ৩৩ রান করেন তিনি।
আরও পড়ুন: নাওয়াজের হ্যাটট্রিকে আফগানিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা
এরপর কুশল পেরেরাকে নিয়ে ৬৩ বলে ১১৭ রানে অপ্রতিরোধ্য জুটিতে জয় নিশ্চিত করেন কামিল মিশারা। ৬ চার ও ৩ ছক্কায় মিশারা ৪৩ বলে ৭৩ রানে এবং ৪টি চার ও ২ ছক্কায় ২৬ বলে ৪৬ রানে অপরাজিত থাকে পেরেরা। স্বাগতিকদের হয়ে সিকান্দার রাজা ও ব্রেড ইভান্স একটি করে উইকেট নেন।
এর আগে রোডেশিয়ানদের হয়ে ফিফটি করেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি। ৬ চার ও এক ছক্কায় ৪৪ বলে ৫১ রান করেন জিম্বাবুয়ে ওপেনার। ১৮ বলে ২৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা, ১৫ বলে ২৬ রান করেন রায়ান বার্ল, ১১ বলে ২৩ রান করেন শন উইলিয়ামস। এছাড়া তাশিঙ্গা মুসেকিওয়া ১১ বলে ১৮ রান করেন।
লঙ্কান বোলারদের মধ্যে দুশান হেমন্ত ৩ উইকেট নেন। দুশমন্থ চামিরা নেন ২ উইকেট।