মিশরের পর্যটন শহর শারম আল–শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা চলছে যা গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত শান্তিচুক্তি করতে উভয় পক্ষকেই চাপ দেয়া হচ্ছে।
আলোচনায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সম্পাদনের চেষ্টা করছেন। গত সপ্তাহে ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি জানায় ইসরাইল। হামাসও কিছু প্রস্তাব মেনে নেয়। তবে বেশ কয়েকটি বড় অমীমাংসিত বিষয় রয়ে গেছে। যা নিয়ে আলোচনা চলছে।
যারা যারা অংশ নিয়েছেন:
যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ আজকের আলোচনায় অংশ নিয়েছেন। আলোচনায় কুশনারের কোনো আনুষ্ঠানিক ভূমিকা না থাকলেও তার উপস্থিতি দুই বছর ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গাজা আলোচনায় যোগ দিচ্ছেন ট্রাম্প জামাতা কুশনার
ট্রাম্পের প্রথম মেয়াদে কুশনার ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের অবসান ঘটাতে তথাকথিত আব্রাহাম অ্যাকর্ড নামে একটি চুক্তি নিশ্চিত করেন, যা সফল হয়নি।
ইসরাইল: গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেটের কর্মকর্তারা ইসরাইলি পক্ষের প্রতিনিধিত্ব করছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফালক ও জিম্মিদের সমন্বয়কারী গ্যাল হির্শ আলোচনায় রয়েছেন।
হামাস: খলিল আল-হায়া গোষ্ঠীটির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সম্প্রতি কাতারে ইসরাইলি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যান। কিন্তু তার ছেলে হুমাম হামলায় নিহত হন।
আরও পড়ুন: গাজা ফ্লোটিলার ১৩০ অধিকারকর্মীকে জর্ডান পাঠালো ইসরাইল
মিশর, তুরস্ক ও কাতার: তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান হাসান মাহমুদ রাশাদও বুধবারের আলোচনায় যোগ দিয়েছেন।
হামাস কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন এবং মিশরীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদকে চলমান যুদ্ধবিরতি আলোচনায় স্বাগত জানিয়েছেন।
গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল-রিশেক এক বিবৃতিতে বলেছেন, এই কর্মকর্তারা আলোচনাকে ‘যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে ইতিবাচক ফলাফল অর্জনের জন্য একটি বড় প্রেরণা’ দিয়েছেন।
]]>