এ সফরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কায়রোতে অবস্থানরত অসহায় ফিলিস্তিনি পরিবারকে সহায়তা ও তাদের জন্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারজিস আলম কায়রোতে ফিলিস্তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠিত মিসরের অন্যতম বৃহৎ একটি মাদরাসা (শিক্ষা প্রতিষ্ঠান) পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রশিদ মুন্না ও তোফায়েল আহমাদ। পরিদর্শনকালে তিনি ফিলিস্তিনি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলনা বিতরণ করেন।
আরও পড়ুন: হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ফিলিস্তিনি মাদ্রাসা পরিদর্শনে সারজিস আলম
শিশুদের সঙ্গে আনন্দ ও অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি ও তার সফরসঙ্গী মাহবুবুর রশিদ মুন্না আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন,
বাংলাদেশে জুলাই-আগস্টের ফ্যাসিস্ট তাড়ানোর মতো অচিরেই আমরা তোমাদের সঙ্গে নিয়ে আল আকসা মুক্ত করবো।
এর পাশাপাশি, তিনি বাংলাদেশ প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন-এর উদ্যোগে আয়োজিত আরেকটি মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এই অনুষ্ঠানে মিসরে অবস্থানরত অসহায় ফিলিস্তিনি পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুর রশিদ মুন্না।
ফিলিস্তিনিদের জন্য পরিচালিত এসব মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে জনাব সারজিস আলম ভবিষ্যতে এ ধরনের যেকোনো মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশ্বব্যাপী সকল বাংলাদেশিকে এই মানবিক কাজে এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানান।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·