মির্জা আব্বাসের আসার খবরটি মিথ্যা: ঢাবির ট্রেজারার

৩ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার অফিসে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আমি বলতে চাই, যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত এবং সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে।’

 

তাদের অফিসের প্রতিটা জায়গা সিসি ক্যামেরার আওতাধীন উল্লেখ করে ট্রেজারার বলেন, ‘বের করা হোক এবং যে মিথ্যা কথা বলেছে তার শাস্তির ব্যবস্থা করা হোক।’

আরও পড়ুন: মির্জা আব্বাস কেন ঢুকলেন ঢাবি ক্যাম্পাসে, প্রশ্ন বাকের মজুমদারের

 

এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে প্রেস ব্রিফিংয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের ভোট গণনায় কারচুপি হতে পারে। মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট না। কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। মির্জা আব্বাসের আজকে ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই, রাইট (অধিকার) নেই। প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন।

 

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত চলে। এখন চলছে ভোট গণনা। এর মধ্যে বিভিন্ন প্রার্থী নির্বাচনে নানা অভিযোগ তুলেছেন গণমাধ্যমের কাছে।

]]>
সম্পূর্ণ পড়ুন