মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভোটকেন্দ্রের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি।
বাকের মজুমদার বলেন, ‘পোলিং অফিসার যারা ছিলেন তাদের বলা হয়েছে আপনারা চলে যান। আপনাদের প্রয়োজন নেই। হুট করে বিভিন্ন হলের এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানি না ভেতরে কী হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মির্জা আব্বাস ঢাকা বিশ্বিবদ্যালয়ে এসে বসে আছেন। তার ক্যাম্পাসে প্রবেশের সুযোগ নেই। কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের কেউ না। তিনি এখানে প্রবেশ করা মানে দেশবাসীর কাছে একটি ভিন্ন মেসেজ যাচ্ছে। উনি কেন ঢুকেছেন সেই প্রশ্ন রাখতে চাই বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচন: ঢাবি ভিসির সঙ্গে ছাত্রদল নেতাদের বাগ্বিতণ্ডা
‘বিএনপির নেতাকর্মীদের ঢাবির চারপাশে এনে জড়ো করা হয়েছে। বিশ্বিবদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা চলছে,’ যোগ করেন ডাকসুর জিএস প্রার্থী
এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসে জামায়াত-শিবিরের নেতাকর্মী সমাগমসহ তিনটি অভিযোগ জানিয়েছে ছাত্রদল। অভিযোগ জানানোর সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাগবিতণ্ডাও হয়।
]]>