মিরাজকে নিয়ে উচ্ছ্বসিত সিমন্স, ধনাঞ্জয়া বলছেন হুমকি নয়

২ সপ্তাহ আগে
জ্বরের কারণে গল টেস্টের দলে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। তবে এখন তিনি সুস্থ আছেন। সব ঠিক থাকলে কাল থেকে শুরু হওয়া কলম্বো টেস্টে মিরাজকে নিয়েই একাদশ সাজাবেন টাইগার কোচ ফিল সিমন্স। এই অলরাউন্ডারকে নিয়ে অবশ্য বেশ উচ্ছ্বসিত টাইগার কোচ। তাকে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডারও মানছেন সিমন্স। তবে লঙ্কান অধিনায়ক বলছেন, মিরাজ তাদের জন্য মোটেও হুমকি নয়; বরং লড়াইটা জমে উঠবে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কলম্বোতে বুধবার (২৫ জুন) স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগের ম্যাচে দলে না থাকা মিরাজকে এ ম্যাচে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মিরাজকে নিয়ে যে প্রধান কোচ ফিল সিমন্স বেশ উচ্ছ্বসিত, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও তা ফুটে উঠেছে। 

 

‘মিরাজ যে কাল খেলবে, এটা নিশ্চিত। সে এখন বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। ওর অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে। মিরাজের যা কাজ তা তো সে করবেই। তবে বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’ 

 

আরও পড়ুন: সোহানকে দলে না দেখে 'অবাক' নান্নু

 

আগের ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন নাঈম হাসান। তবে মিরাজ একাদশে ফিরলে নাঈম একাদশে টিকবেন কি না এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘উইকেট যেমনই হোক প্রথমে মানিয়ে নিতে হবে। গলে দারুণ বল করেছে নাঈম। তাকে একাদশে না রাখাটা কঠিন। দলের জন্য যেটা সেরা সেই সিদ্ধান্তই নিবো। দল ভালো আছে, প্রস্তুতি বেশ ভালো। ঢাকাতেই ওরা ভালো প্রস্তুতি নিয়ে নিয়েছে। মানসিকভাবেও ভালো।’ 

 

এদিকে মিরাজের ফেরা নিয়ে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটু বাড়তি মাতামাতি। সাকিব আল হাসানে অভাব পূরণের জন্য এখনও তার বিকল্প খুঁজে পায়নি বাংলাদেশ। তবে মিরাজ সেই অভাবটা কিছুটা পূরণ করতে পারছেন বটে। 

 

আরও পড়ুন: জোড়া সেঞ্চুরি হাঁকানো ম্যাচে শাস্তি পেলেন পন্ত

 

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়ার কাছে প্রশ্ন করা হয়েছিলো, মিরাজ লঙ্কানদের জন্য হুমকি কি না। জবাবে সিলভা বলেছেন, ‘মিরাজকে হুমকি ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টেও খেলেছে। সে দেশের হয়ে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে।’ 

 

তবে শান্ত-মুশফিকের ব্যাটিং পারফরম্যান্সের প্রশংসা করতেও ভুলেননি ধনাঞ্জয়া। ‘অবশ্যই, বাংলাদেশ আন্তর্জাতিক দল। গত কয়েক সিরিজ ধরে তারা খুবই ভালো করছে। এমন উইকেট কাজে লাগাতে হয়। আমরা আর্লি ব্রেক থ্রু’র পরও শান্ত ও মুশফিক খুব ভালো করেছে। প্রয়োজনীয় রান তুলে ম্যাচে দাপট দেখিয়েছে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন