মিরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ায় বৃদ্ধকে গলা টিপে হত্যা

২ সপ্তাহ আগে
চট্টগ্রামের মীরসরাইয়ে হাঁস নিয়ে ঝগড়ায় প্রতিবেশী বৃদ্ধের গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার মায়ানি ইউনিয়নের মধ্যম মায়ানি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ফজলুল করিম (৭২) মধ্যম মায়ানি গ্রামের বাসিন্দা।


মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ফজলুল করিম হাঁস পালন করতেন। কয়েকদিন ধরে তিনি খেয়াল করছিলেন কয়েকটি হাঁস পাওয়া যাচ্ছিল না।
সকালে তিনি হাঁস খোঁজাখুঁজি করছিলেন। তখন প্রতিবেশী সম্পর্কের ভাতিজা জাকারিয়া জাহিদের ঘরের আশপাশে তিনি হাঁস খুঁজতে যান। এ নিয়ে জাকারিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া তার গলা টিপে ধরে। এতে ফজলুল নিস্তেজ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: ময়মনসিংহে চায়ের দোকানে দিনমজুরকে কুপিয়ে হত্যা


ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে ধরতে অভিযান চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন