রোববার (২২ জুন) দিবাগত রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাত ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুরের একটি ৬তলা ভবনের নিচতলার গ্যারেজে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ১১ টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: রামপুরা গ্রিডের ত্রুটি মেরামত, স্বাভাবিক হচ্ছে রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি
মিরপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানিয়ে তিনি আরও বলেন, রাত ১২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
]]>