জানা যায়, মিরপুর-১, মধ্য শাহআলীবাগ এলাকার একটি পাঁচতলা ভবন থেকে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পাশের দোতলা ভবনে পড়ে যান লিখন। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে বুধবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় লিখনের বন্ধুদের দোষারোপ করছে পরিবার। তাদের দাবি, অমানবিক নির্যাতনের পর লিখনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছাদ থেকে নিচে নামতে গিয়েই পড়ে যান লিখন। এতে ভবনের দেয়ালে থাকা কাচে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে রক্তপাত হয় লিখনের।
আরও পড়ুন: গাড়ির ভেতরে দুই লাশ: ৩২ ঘণ্টার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে যা দেখা গেল
লিখনের বন্ধুরা জানান, নেশা করতে ছাদে উঠেছিলেন লিখন ও মৃদুল নামে এক যুবক। সে সময় দুর্ঘটনাবশত এক ছাদ থেকে অন্য ছাদে পড়ে যান লিখন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, তদন্তের স্বার্থে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।