বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বার্তা এ তথ্যটি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
নৌবাহিনী জানায়, একটি পাচারকারী চক্র ইঞ্জিন চালিত ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে এমন তথ্য পায় নৌবাহিনী। বুধবার ভোরে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুলাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪৬ মাইল অদূরে সন্দেহজনক দুটি ট্রলার দেখতে পায়। নৌবাহিনীর টহল দল ট্রলার ২টিকে থামাতে সংকেত দেয়। কিন্তু তারা তা অমান্য করে পালানোর চেষ্টা করে।
পরে নৌবাহিনীর জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামক ২টি ট্রলার কে থামায়। আর ট্রলার ২টি তল্লাশি করে ১৭৫০ বস্তা বাংলাদেশি সিমেন্ট এবং ৩২ টি মোবাইল জব্দ করা হয়। এ সময় চোরাকারবারের সঙ্গে জড়িত ২৩ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন: বিজয়ের আনন্দ ছুঁয়ে গেল সাগরতীর
নৌবাহিনী জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। আর সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানায় নৌবাহিনী।
]]>
৪ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·